শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

টেকনাফের পথে

কামরুল আলম সিদ্দিকী

লাটাই-সুতো থাকল মাগো, থাকল পড়ে ঘুড়ি!

পুতুল-কৈনা থাকল মাগো, থাকল দাদু বুড়ি!

আমার বাড়ি থাকল পড়ে, থাকল কালা গরু!

দিঘির পানিত ভাসছে মাগো আমার দাদা জরু!

কোথায় গেল বাবা আমার, সইরা কোথা গেল?

বাড়িত কেন আগুন দেছে বুদ্ধ মামায় বল?

বনবীথির ওপাশ কেন নেংটো শোওয়া দিদি?

দিদির শরীর খাচ্ছে কেন শকুন বল দিকি!

এই বীথিতে খেলব না আর? কোথায় যাচ্ছ মাগো?

মাঠের ওপার জ্বলছে কেন ভুইয়া বাড়ির কাকু?

রাখান ছেড়ে কোথায় যাব, কোন মামার বাড়ি?

ওখানে কি আসবে না আর বাঘের মতো গাড়ি?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর