শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
কবিতা

কুসুমেষু দিন

মাকিদ হায়দার

বিলাপ করি নিজের কাছে

হেঁটে বেড়াই ছায়ার সাথে

মনের যতো গোপন কথা

লুকিয়ে রাখি বুকের মাঝে।

 

বাগান জুড়ে জোঁকের বাড়ি

হেঁটে গেলেই জড়িয়ে ধরে

তাদের বুকে হাজার কথা

শুনতে হবে এই এক্ষুনি।

 

হঠাৎ দেখি সাপের ফণা

তাকিয়ে আছে আমার দিকে

আমায় দেখে বললো কেঁদে,

‘তাহার’ সাথে হয়না দেখা

আগের মতো বাঁশ বাগানে।

বলবো কাকে মনের কথা।

তাহার শোকে মারা গেলাম

জোছনা-রোদে একলা আমি।

 

আর বলেনি পরের টুকু

যাবার কালে কামড়ে দিলো,

 

সেই সাপিনী আমার বুকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর