এতকিছুর পরও পর হওনি
ঘর করোনি ভিন্ন
ছিন্ন হওনি! বিপদ ঘনীভূতহওয়ার পরও—
ঘরোয়া থেকেছো পরোয়া করোনি
ঘরদাহকারী হনুমানের উপদ্রব!
কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্যেও
ঘরের সুপ্ত ভালোবাসা
ফুটে তুলেছো,
সে-কারণে ঘরে আগুন লাগেনি!
সুতা ও পশমের বদলে
ভালোবাসার তন্তু দিয়ে
তৈরি করে নিয়েছো জীবন—
না হলে ডাকঘরে কষ্টের চিঠি
পোস্ট হয়ে যেত,
তখন থলের বিড়ালও বাঘ হয়ে যেত!