তুমি কি আড়াল হচ্ছো
পরার্থপরতার খোপে?
যদি বৃষ্টি নামে, সহসা বাগড়া দেয় পথেতবে হুড তুলে বাতাস থামাবে তাতে।
চাকা ঘোরাবার মত নড়বে পাদানি
জানি টিকবে না ধোপে!
মুখ মুছতে মুছতে শিউরে উঠবে দেহ
এবার একটু করে রহস্য আলগা হবে।
বলবে, হাতটা সরাও এবার সোনা!
আগুন বাইরে রেখে ঠাণ্ডা হও প্রিয়তমা!
দেহ গেছে অকাল সন্ন্যাসে, ওমা!
আজকাল স্তন ছুঁলে মনে হয়, বোমা!