শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তলিয়ে যাবার আগে

তুষার কবির

তলিয়ে যাবার আগে

তুমি দেখে নাও জগতের রূপবিভা,

শুনে নাও চালতা ফুলের গান

আর ডাহুকের সান্ধ্যভাষা।

 

কিছুটা ডুবন্ত মুখে দেখে নাও

নদীতীরে রুপার কলস,

শব্দ করে ওঠা মাটির ঢেলায়

ঘুরপাক খেতে থাকা যুবতীর জলকান্না।

 

তলিয়ে যাবার আগে

জলের শব্দের মত

তুমি কথা বলে ওঠো! 

 

তলিয়ে যাবার আগে তুমি শুনে নাও

বৈঠা ও গলুইয়ের স্বর,

কঞ্চির ওপর চুপ বসে থাকা মাছরাঙা

কাচপোকা আর শৈবালের ডুবশব্দ।

 

তলিয়ে যাবার আগে তুমি গেয়ে ওঠো

জল ও জঙ্গলের গান!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর