শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাজপথে বসন্ত নামবে বলে!

লাকী আকতার

একটা পলাশ আর শিমুল ফুটবে বলে

আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে!

পলাশ আর শিমুল বিদ্রোহ ছড়াবে কিনা জানি না!

কিন্তু এই আমি—

তীব্র আশায় প্রহর গুনছি আরেক বসন্তের!

এই স্যাঁতসেঁতে, ম্যাড়মেড়ে সময় আমার ভালো লাগে না।

এই আটপৌরে রাজপথ আমার ভালো লাগে না!

চাই বিষণ্নতা ভাঙ্গিয়ে

ডেকে যাক উদ্ভ্রান্ত এক ঝাঁক কাক!

চিৎকার করে বলুক—

সময়টা পাল্টাও!

পাথুরে অরণ্যে ছেয়ে যাক দেব কাঞ্চন,

পারিজাত আর কনকলতা!

শত বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হিমালয় জয় করুক

এক পায়ের কোনো শেরপা!

চাষীর নিষ্প্রভ চোখে আলো জ্বালুক একদল জোনাকি!

নিকষ অন্ধকার দগ্ধ করুক লাল শ্রমিকের দল!

বড্ড আশা করে বসে আছি—

 

ধু-ধু রুক্ষ প্রান্তর রাঙিয়ে

একটা পলাশ আর একটা শিমুল ফুটবে বলে,

রাজপথে বসন্ত নামবে বলে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর