শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

একটা ভোঁদর ভেসে উঠলো

মতিন বৈরাগী

পথ চেয়ে চেয়ে নিথর হয়ে গেছে রাতের পর্বত

পাখা ঝাপটাতে ঝাপটাতে মরে গেছে টুনটুনি

শিমুল ফুটতে ফুটতে ঝরে গেছে মাঝ পথে

এখন সে না ফল না ফুল

আর হাটের মাছগুলো  নিয়ে গেছে মাস্তান নেতা আসবে

রাস্তাগুলো গাড়িঅলার

ফেরিওলা থমকে আছে পুলিশের তাড়া খেয়ে

চিবাচ্ছো চিবাও

উররুরু উররুরু মধ্যম আয়ের মধ্যরাত্রি

পায়চারী করছে উঠোনে

দেবদারু আর নিম আজ মাসতুতো পিসতুতো বোন

তন্ত্রমন্ত্র ঘরে বিজ্ঞানীর গোপন আবিষ্কার ধর্মের ব্যবহারে

গুমুতে ফুটপাত ভাসে—

 

স্বাধীনতা

কামারের হাপরের মতো ফ্যাস ফ্যাস করে

আমাদের অর্জন একেবারে কম নয়

বলে একটি ভোঁদর ভেসে উঠলো বিষাদের জলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর