শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কবিতা

প্রার্থিত বৈশাখে

জাহানারা আরজু

এক পশলা নীল বৃষ্টির বড় প্রয়োজন আজ

আকাশের কপাট খুলে সে উদার বৃষ্টির কুঁচি

জমানো যত আবর্জনা ধুয়ে-মুছে করবে শুচি,

সারা দিন বাজবে বৃষ্টির বেলোয়ারী পাখোয়াজ,

 

নূপুর বাজবে অপ্সরা কিন্নরীদের পায়ে পায়ে,

বড় বেশি উত্তপ্ত পদতল মাঠ, ঘাট, বনানী,

প্রান্তর, কাতর অনুনয়ে কাঁপে আজ অরণ্যানী,

তৃষ্ণার্ত চাতক চায় স্ফটিক জল বন প্রচ্ছায়ে!

 

এ বুকের গহনে মেঘের ডুমুরু উত্তাল তালে

বাজে, অনাদিকাল ব্যাপী সে মেঘদূত মেঘমালা

বর্ষণ ঝরায় অঝোর ধারায়, দুচোখের জ্বালা

মুছে দেয় ঘরছাড়া কাজরী উৎসব হিন্দোলে।

মেঘ চাই আজ তাই, মেঘ চাই প্রার্থিত বৈশাখে,

খরতাপ দগ্ধ দুটি চোখ অপলক চেয়ে থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর