শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তোমাকে জানাবে এক সমুদ্রসালাম

[উৎসর্গ : সিরাজুল ইসলাম চৌধুরী]
দুখু বাঙাল

একদিন ঘাসের শিশিরে এসে সামুদ্রিক সূর্যোদয় হবে

একদিন ঝাঁ ঝাঁ রোদ ছাতিমের আলো হয়ে যাবে

একদিন সব আঁধার রমণীয় ঘুম হয়ে যাবে

সোনার সন্তান সব বেড়ে উঠবে সমভাবে দুধে আর ভাতে

দেহ-মনে নির্মোহে প্রার্থনায় একজীবন স্রোতবাহী নদী।

 

চারদিকে হাইব্রিড ফরমালিন মুখোশের ভিড়

ধু-ধু মাঠ মরা নদী, নদীর কঙ্কাল

উঁচা উঁচা ইমারত সগৌরবে করিতেছে ধনের কীর্তন

তারও চেয়ে উচ্চতায় লাল নীল বাতিঘর সুধন্য স্বদেশ

সর্বত্র, মননে ধূসর ছায়া—মেধায় ডাকাত।

 

চীনের প্রাচীরের চেয়ে দীর্ঘতর গন্তব্যে ঠিকানা যাহার

তুমি সেই প্যালেস্টাইনি কিশোরের মতো

আশায় পাথরছুড়ে ভাসিতেছ বঙ্গের নিঃসঙ্গ নাবিক

কোনো এক বন্দরে নিশ্চিত সূর্যোদয় হবেই একদিন

অখণ্ড আকাশ বুকে হেসে ফেলে কালোপদ্ম উত্তরাধিকার—

সালাম! সালাম! বলে ঝরে যাবে বৃষ্টির তুমুল উচ্ছ্বাস

অবারিত প্রান্তরে তোমাকে জানাবে এক সমুদ্রসালাম।

সর্বশেষ খবর