শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এই দুপুরে, নির্জনে

মাসুদ হাসান

তোমার গন্তব্য জানি বলে চুপচাপ মেনে নাও শীতল বাতাস

তোমার গন্তব্য জানি বলে আঁধার ডেকে নাও একাকী

এ কেমন ভালোবাসা সখী

প্রতীক্ষার প্রহর গুন না, চলে যাও

যাওয়া কী অত সহজ? কোথায় তুমি

পাশে এলে বলো কাশফুলে কেন ছড়ালে মুক্তোর হাসি

আমি তো একাই ছিলাম বৃন্দাবনে

রোদে শরীর মেখে সাদা সাদা মেঘের ভেলা

হেঁটে চলে যায়। যেন বা দুপুর তখন চুরি করে

রোদের শরীর।

আর কোন পথে ভাসাও তোমার ভেলা

এই দুপুরে, নির্জনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর