শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আধুনিকায়ন দশক

আইউব সৈয়দ

সহজ-সরলভাবে স্নিগ্ধ  অন্ধকারে নেমে এসেছিল পূর্ণিমার প্রতিধ্বনি; পিয়ানোর রিডে সেদিন

উতলা হয়েছিল ঝরনা ঝরানো নিরিবিলি।

সেই থেকে শুনেছি আলঙ্কারিক কবির

বলয় ভাঙার স্বপ্নজীবী স্বর। শব্দ-সূচিতে দেখেছি ফিসফিস

ঝোপের আড়ালে কবিতার অপেক্ষমান ছন্দ; তখনই

গোঁড়ামিমুক্ত জ্যোৎস্নার সাথে বৃন্দাবনী আঁচল উড়িয়ে পাঠ

করেছিলাম-সম্ভ্রান্ত দশক। সবকিছু অই উপমায় ঝলমল। 

যা কিনা দখিনা হাওয়াতে পুননির্মাণগুলো ব্যাখ্যাতীত ছিল

আধুনিকায়ন দশকে ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর