শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
কবিতা

কবিতার খাতা

মৃণাল বসু চৌধুরী

            কিছু অভিজ্ঞান 

            কিছু অলস স্বীকৃতি

                  স্পষ্ট করে যাবতীয় অস্পষ্ট দহন

            আজন্ম ইপ্সিত স্বপ্ন

                  দেয় কিছু আচ্ছন্ন অসুখ

 

            অভিমানী যে দূরত্ব সর্বদা চেয়েছো

            যে দূরত্বে পাহাড় পেরিয়ে যায় চাঁদ 

                   তেমন দূরত্ব থেকে 

                   মেঘরঙা আকাশের দিকে

                        ভীষণ কুণ্ঠায় আমি বাড়িয়েছি হাত

                   রেশমি কাপড়ে ঢাকা

                                  সুঠাম শরীর নয়

                        নয় লাবণ্যবিমুখ কোনো উদ্ধত চোয়াল

 

                  দাও  কিছু মন্ত্রগুপ্তি

                               চাঁদের আড়ালে রাখা

                               প্রেমহীন কবিতার খাতা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর