শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
কবিতা

এমন শরৎ যায়

ফারুক মাহমুদ

শরতের চোখ থেকে যখন কুয়াশা ঝরে পড়ে

তাকে বলি জ্যোৎ¯œা হেসে-থাকা হাসিগুলো তার

ছুঁয়ে দেখে শেফালির ছোট্ট মুখ, আরও বেশি ঝরে

সরলরেখার মতো কিছু কথা- শুভ উপাচার

 

শিশির ভিজেছে নিজে, সকালের গল্পগুলো শোনে

নির্জল চোখের মতো হেসে থাকে রোদের চিবুক

লোভের সামান্য কাজ। প্রাপ্যতাকে যারা দীর্ঘ গোনে

তাদের শান্তির পাশে উগ্র-উঁচু বেদনার মুখ...

 

শরতের চোখ থেকে আমাকেও দূরে ডেকে রাখে

আমাদের জ্যো¯œাঝারি- দূরত্বে কি খুঁজে পাব তাকে!

 

২.

জ্যোৎ¯œাঝারি, কোন মুখে তোমাকে যে সেই কথা বলি!

তবু বলি : ঊর্ধ্বশ্বাস শহরের গলিঘুঁচি দালানের ফাঁকে

ওঠে বটে শীর্ণ চাঁদ। এমন শরৎ যায়- জ্যোৎ¯œা  তো নেই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর