শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শরতের মেঘ

বিমল গুহ

এই আশ্বিনে থমকে দাঁড়িয়ে আছে শরতের মেঘ

ভোরবেলা আঙ্গিনার কাছে 

উল্লসিত জোড়াচোখ নিজের অস্তিত্ব খোঁজে

দূরে দাঁড়িয়ে-থাকা রোদের কিনারে ছায়াতলে!

কুঁজো দেহে শরতের ছায়া হাঁটে

ধীরপায়ে আমাদের শঙ্কিত উঠোনে।

 

চিরকাল ছায়াবৃক্ষতলে মেঘ জমে

শিমুলের রক্তচোখ তাকায় আড়চোখে বারবার দূরে

আকাশের দিকে।

উড্ডীন বলাকার পাখা থেকে

ঝরে পড়ে সাদা কাশফুল খোলা মাঠে।

গ্রামের কৃষক বয়সের ভারে লোলচর্ম,

ঘর্মাক্ত দেহে পুনর্বার শস্যক্ষেত সাজায় আহ্লাদে।

ঘণ্টা বাজে মেঘের ওপাড়ে

শরতের মেঘ উঁকি দেয়। দিগন্তে দিনভর শুভ্রমেঘ

ছুঁয়ে যায় কৃষকের ঘর- প্রতিদিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর