শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আশ্চর্য জলের রাজহাঁস

কাবেদুল ইসলাম

আশ্চর্য জলের রাজহাঁস তুমি স্বপ্ন সরোবরে-

সকালের রোদে ভাসমান দেখি ঘাটের কিনারে,

এক ফালি মেঘ উঁকি মারে মসজিদের মিনারে,

অপরূপ দৃশ্যমায়া যেন আঁকে কেউ নীলাম্বরে।

শিল্পী ও শিল্প যখন একাকার রাত্রির তিমিরে

জেগে থাকে শুধু নক্ষত্রের চোখ মুগ্ধ কলস্বরে,

যেন এসে কেউ নিয়ে যাবে তারে অনন্ত বাসরে

যেখানে ঘুমোয় নিশিবন্দি চাঁদ প্রগাঢ় শিশিরে।

 

আসঙ্গ্যলিপ্সু আমিও সঙ্গী তার উড়াল যাত্রার-

যেখানে যায়নি কেউ সীমানা পেরিয়ে আকাশের,

সারাক্ষণ রজত গলছে তপ্ত মাখনের মতো,

মানুষের কুটিল নোংরামি, ক্লান্তি, অবসাদ যতো

মুক্তি নেবো তার থেকে- মিশে যাবো দলে নক্ষত্রের,

যখন আসবে নেমে পৃথিবীব্যাপী ছায়ান্ধকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর