শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা
কবিতা

পিঁপড়ে জীবন

ইকবাল আজিজ

পিঁপড়ের মতো বেঁচে আছি আমি পিঁপড়ে জীবন

হলুদ প্রকৃতি গভীর বেদনা রঙিন শরীর-

মহাবিশ্বের হাসপাতালের সারি সারি সাদা লাশ যেন

নড়ে উঠে তারা পিঁপড়ের সারি।

 

শুঁড় নেড়ে নেড়ে খুব নিঃশব্দে কথা বলি আর গান গাই আমি

ইথারের ঢেউ থর থর কাঁপে রহস্যজালে;

চেয়ে দেখি কতো পিঁপড়ের সারি কালো মেঘ কাঁপে আকাশের আলে;

খন্ড খন্ড বিভাজন শুধু স্বপ্নের জালে।

 

অদৃশ্য জ্ঞান স্বপ্নের আলো নূরের বিভায় কাঁপে ছায়াপথ

পিঁপড়ে-জন্ম পিঁপড়ে হয়েছি সৃষ্টিতত্ত্ব না বুঝে পড়েছি

তবু আশাবাদী ঝিরি ঝিরি রাতে একা হেঁটে চলি।

পিঁপড়ে হয়েছি কোনো ক্ষতি নেই আদি থেকে আছি;

কিয়ামত তক থেকে যাব আমি খোলস বদল শুধু-

জীবনের সাধ জীবনের সুর সব বিষ ভরা মধু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর