শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্পর্শকাতরতা

গোলাম কিবরিয়া পিনু

আজকাল দাঁতের ফাঁকেও কিছু একটা আটকে থাকলে

আর সহ্য হয় না!

        বেশ অস্বস্তি লাগে!

স্পর্শকাতরতায় অস্থির হয়ে পড়ি!

যা তা কোনো কিছুকে স্থান দিতে পারি না এখন!

মাড়িও মাড়ির খপ্পরে পড়ে থাক-তা তো চাই না!

 

জাউ আটকে থাকে না-তরলেও না!

মাছও না-সবজিও না!

নিষিদ্ধ মাংস খেলেই ঝামেলা!

 

পাকস্থলীর জিনিস দাঁতের গোড়ায় ও ফাঁকে আটকে থাকুক

তা তো সমীচীন নয়-

        তাতে দাঁতেরও ক্ষয়!

 

যতটুকু পারি দাঁত পরিষ্কার রাখি

সব কিছুই চিবুতে চাই না-গিলতে চাই না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর