শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিষণ্ন রোদের কোল ঘেঁষে

আদ্যনাথ ঘোষ

কালের বন্দরে হেঁটে হেঁটে চোখ মেলে চেয়ে

জনমের জরায়ুতে তুমি কী ঘুমে ঘুমালে

কুয়াশার চোখ ভেজা জলে নীরবে নিঃশব্দে

শুকনো পাতার মতো উড়ে- হয়তো বেদনাতে

নয়তো ব্যথাহীন আবর্তনে- কোমল কমল

ফুটে আছে রংহীন নিঃশ্বাসে। তবুও তোমার

শ্যামল প্রান্তরে মাথা রেখে দুহাত ভরেই

বিষণœ রোদের কোল ঘেঁষে ছায়া হয়ে আছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর