শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় পর্যায়

আমিনুল ইসলাম

আগ্রাসিত বাগানের এক পাশে বারুদের হিংসা থেকে গাছটি বেঁচেছিল

ফলে ফুলটিও; তারপর বহুদিন আর যত্ন নেওয়া হয়নি;

ঝড় গেছে, খরা গেছে, কায়েম হয়েছে আগাছার আধিপত্য,

গাছের বাগানপ্রেম এবং ফুলটির ঘ্রাণ নিয়ে

জাতীয় উদ্যানের সবুজ সিলেবাসে নানাবিধ দুর্গন্ধ ছড়ানো হলে

মালিরাও বাগানের খাতায় আগাছার স্তুতি রচেছেন।

 

কেউ দেখেছে কি দেখেনি-পাখির ঠোঁটে ঠোঁটে ছড়িয়ে গেছে বীজ

ফলে ইতিহাসের লগ্নভূমিতে

নতুন প্রাণে-সবুজ সামর্থ্যে গড়ে উঠেছে বীজতলা।

 

আর আলস্য ঝেড়ে ফেলে জেগে উঠেছে প্রকৃতি, জমিই তো প্রস্তুত আছেই

এখন আমাদের কাজ আগাছার শেকড় উৎপাটন

অতঃপর দিনে দিনে বিস্তীর্ণ ভূমিতে রোপে দিতে হবে চারা।

তবে কাকতাড়ুয়ার আর জরুরত আছে কিনা তা পরিষ্কার নয় এখনও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর