শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মার্চের ভাষণের পর

অনামিকা হক লিলি

মিঠেল রোদের শিশুকালটা

কাঁচামিঠা আমের স্বাদে ভরা

 

জগতটা ছিল আম্মা আব্বাকে ঘিরে

স্কুলে পেলাম আনন্দময় পরিমল

পড়া আর বন্ধুদের সাথে সদ্ভাব খুনসুটি

 

যুগে যুগে পরিবর্তিত চলাচল

আমার অনুভবে বদলে বদলে তেমনি

জর্জরিত সুখ ও আঘাতে আঘাতে ফুটলো ফুল

স্থিতি এলো কবিতা গানে ও কলমে

শর্ষে নিংড়ে তেল আনার মতো

 

নিজেকে দুমড়ে মুচড়ে দেখি

তুমি ও তুমি জুড়ে গেছ হৃদয়ে, মার্চের ভাষণের পর

 

নদীতে জোয়ার আসার মতো

রাতারাতি কলকল পুকুরের ভরাট বুক

নদীর পাকের মতো ঘূর্ণায়মান বিহ্বল

হৃৎপিন্ড লাবডুব লাবডুব সাদা সজাগ

তোমার সত্তা গ্রহীত মহীরুহ

শব্দমালা বর্ণমালা সারি সারি সাজালে

নূপুরের নৃত্যকলা রুনুঝুনু

টানাপড়েন তাঁতির শাড়িতে জামদানি বুনন কথা বলে

শীতের মিষ্টি মিষ্টি রোদের উত্তাপ

ঘি চিনি মুড়ি মেখে সোনার বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর