শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
কবিতা

বলা কঠিন

সুজাউদ্দিন কায়সার

মনে মনে সরে যেতে পার

আলস্যে তুচ্ছ ভাব- তবে

মুক্ত নয় দুঃখ আকড়

মনোভাব লোভ ও হিংসা পেতে

সাধু সুখ মিছে

দোষের কী ভয় থাকে চেহারায়।

 

সাহস যতটাই বিবর্ণ হতে থাকবে

পেছনের সারিতে তত মিথ্যা হবে

গৌণ হয় যদি নির্বোধ হিংসা

ততটাই নীরবে আড়াল কর :

 

সম্মুখে বিষময় অবকাশ আনো

বলা কঠিন বিপন্ন কায়সার

মনে মনে কাছে এসে

যোগ হলো কী জটিলতন্ত্র!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর