শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
কবিতা

স্মৃতির মিররে অপেক্ষার প্রহর

ফখরুল করিম

এখন আর কেউ আগের মতো অপেক্ষায় থাকে না

দুই দুয়ারী মনে বসন্তের আগমনী বার্তা পাঠায় না

ফাগুনের হাওয়ায় আর ওঠে না যৌবনের উন্মাদনা

আষাঢ়ের নতুন জলের জলকেলিতে মেতে ওঠে না।

 

ভাদ্রের তালের পিঠা উনুনে বসিয়ে অপেক্ষা করে না

ভাদ্রের জোসনায় খড় বিছানো মাঠে কেউ দৌড়ায় না

হেমন্তে পুকুর পাড়ে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পায় না

শরতের সকালে শেফালি ফুল কুড়াতে আর বের হয় না।

 

শীতের রাতে কাঁপতে কাঁপতে অভিসারে কেউ আসে না

বৈশাখ মাসে বৈশাখী ঝড়ে দ্রুত বাড়ি ফিরে কেন যায় না!

ভাগ্যের আজব চক্রে দিক বদলায় ক্ষণে ক্ষণে আপন মনে

অপেক্ষার প্রহর শেষে জীবন চলে একান্তই আপন ধ্যানে-

স্মৃতির মিররে, ফেসবুকের পাতায় পাতায়।

সর্বশেষ খবর