শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্বপ্নের কুহক

পারভেজ আহসান

কোথাও কারো  বাড়ি নেই

 

কচি রোদে সরীসৃপ আসে নদীতীরে

কাদাজলে পড়ে থাকে ছিন্ন করোটি,

লেজের হাড় 

বিকেলে লাল আলোয় প্রজাপতি উড়ে

রাতের শিশিরে ভাঙে নীল ডানা

জোনাকিরা নিভে যায় অরণ্যের অন্তমূলে

তবুও চোখে স্বপ্নের কুহক নাচে

মানুষেরা হেঁটে যায় দিগন্তরেখা ছেড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর