শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা
কবিতা

ভাষার জন্য ভালোবাসা

শেখ মফিজুর রহমান

কালো অক্ষর আমার কাছে লাল হয়ে ওঠে

বাংলা বর্ণ আমি কালো নয় রক্তের লাল রঙে দেখি।

কলমের কালি দিয়ে রক্ত ঝরে যেন

এ রক্ত সালামের, এ রক্ত বরকতের কিংবা শফিকের।

পৃথিবীতে চোখ মেলে কানে যে শব্দ শুনেছি

তা আমার মায়ের, কলম ধরে শিখেছি বাংলা অক্ষর।

সে বাংলার অপমানে রক্ত ঝরিয়েছিল

বাংলা মায়ের সন্তান, রেখেছিলো বাংলার মান।

ভাষার জন্য প্রাণ দিয়ে বাংলার সাহসী ছেলেরা

পৃথিবীবাসীকে বুঝিয়েছিল-

বাংলা মানে শক্তি, বাংলা মানে সাহস

বাংলা মানে মাথা নত না করা।

আমাদের মা আর মাতৃভাষা নিয়ে

কোনো আপোস নেই।

কিন্তু আজ নতুন শতাব্দীতে এসে শংকা জাগে

কী উত্তর দেব রফিক, শফিক, বরকতকে?

ভাষার মান কি রাখতে পেরেছি শতভাগ?

ফাল্গুনের এক নির্দিষ্ট প্রহরে

খালি পায়ে ফুল দিই শহীদ মিনারে।

কিন্তু বাকি দিনগুলো বাংলা ভাষার প্রতি

অবহেলা আর অবজ্ঞা-

বিদেশি ভাষার প্রতি প্রেম আর শ্রদ্ধা।

মাইকেলের কথা মনে পড়ে

মনে পড়ে ‘বঙ্গভাষা’ কবিতা।

আজ আমরা ‘অবোধ’ তাই করি অবহেলা,

ভুলে যাই ভাষার প্রতি ভালোবাসা।

পারি না, নিজের ভাষাকে আবার ভালোবাসতে!

একুশ নয়, বছরের প্রতিটি দিন

মাতৃভাষার জয়গান গাইতে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর