শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

হ্যারি পটার লেখিকার বই ছাপতে চায়নি কেউ

তানভীর আহমেদ

 হ্যারি পটার লেখিকার বই ছাপতে চায়নি কেউ

হ্যারি পটার সিরিজ লিখে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন জে কে রাউলিং। অথচ আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়া এই লেখিকার বই ছাপতে চায়নি কোনো প্রকাশক। হ্যারি পটার সিরিজের প্রথম বই  রাউলিং লেখা শেষ করেন ১৯৯৫ সালে। কয়েকজন এজেন্টকে বইয়ের পা-ুলিপি পাঠান। বড় বড় অনেক প্রকাশক পা-ুলিপিটি ফিরিয়ে দিয়েছিলেন। টানা এক বছর ধরে চেষ্টার পর একজন প্রকাশক পাওয়া যায়। সেই প্রকাশক নিজে রাজি ছিলেন না বইটি ছাপতে। কিন্তু নিজের আট বছর বয়সী মেয়ের অনুরোধে শেষে রাজি হন তিনি। ছাপার আগে অগ্রিম সম্মানী হিসেবে রাউলিংকে দেড় হাজার পাউন্ড দেওয়া হয়। প্রথম প্রকাশে ছাপা হয়েছিল মাত্র এক হাজার কপি, যার মধ্যে ৫০০ কপিই বিক্রি করা হয়েছিল বিভিন্ন স্কুলের লাইব্রেরির কাছে। বাজারে আসার পরই হ্যারি পটার দারুণ পাঠকপ্রিয় হয়ে ওঠে। সিনেমার পর্দায় হ্যারি পটারকে নিয়ে আসে ওয়ার্নার ব্রাদার্স। ১৯৯৮ সালে তাদের কাছে রাউলিং তার প্রথম দুটি বইয়ের চলচ্চিত্র নির্মাণের স্বত্ব বিক্রি করেন। প্রকাশনা জগতের ইতিহাসে সব রেকর্ড ভাঙে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার বইটি। প্রকাশ হওয়ার প্রথম দিনেই যুক্তরাজ্যে বিক্রি হয় প্রায় ৩ লাখ কপি, আর দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হয় ৩০ লাখেরও বেশি কপি। রাউলিংয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

রাউলিংয়ের জন্ম ইংল্যান্ডে। তিনি পড়াশোনা করেছেন ফরাসি ভাষা ও সাহিত্যে। পড়াশোনা শেষে লন্ডনে ক্যারিয়ার শুরু করার জন্য সেক্রেটারি হিসেবে প্রশিক্ষণ নেন। তবে অফিসের একঘেয়ে কাজে তিনি মন বসাতে পারেননি। লন্ডন ছেড়ে পর্তুগালে এসে এক সাংবাদিকের সঙ্গে প্রেমে জড়ান। পরে তাকে বিয়ে করেন। সন্তানও হয় তাদের। কিন্তু বিয়েটা টেকেনি। সেই বিষণœতা তাড়া করে বেড়িয়েছে তাকে। আত্মহত্যা করার কথাও ভাবতেন। পরে এক মনোরোগ বিশেষজ্ঞের কাউন্সিলিংয়ে সুস্থ হয়ে ওঠেন। স্কটল্যান্ডের এডিনবরার এক ক্যাফেতে বসে তিনি লিখতে শুরু করেন এক গল্প। গল্পের প্লট তার মাথায় এসেছিল ম্যানচেস্টার থেকে ট্রেনে লন্ডনে যাওয়ার সময়। গল্পে ছিল, এক ছোট ছেলে ট্রেনে চড়ে জাদুকরদের এক স্কুলে ভর্তি হতে যাচ্ছে। সেই গল্পের ছেলেটাই হ্যারি পটার। যে তাকে এনে দিল বিশ্বখ্যাতি।

সর্বশেষ খবর