abcdefg
সাহিত্য | ২৫ নভেম্বর, ২০২২ এর সর্বশেষ খবর | rokomari-sahitto | Bangladesh Pratidin
প্রিন্ট ভার্সন
পাতালপুরি পাতালপুরি

পূর্ব প্রকাশের পর বড়ঘরের বারান্দায় গৌতম আর প্রতিমা পাথরের মূর্তি হয়ে বসে আছে। তারা নড়তে পারছে না, কথাও বলতে পারছে না। তবে শিউলির সব কথা পরিষ্কার শুনতে পাচ্ছে। নিমের পাতায় ঝিরঝিরে হাওয়া। চাঁদের আলো গলে গলে পড়ছে পাতার ফাঁকফোকর দিয়ে। কোথাও কোনো শব্দ নেই। শুধু ঝিঁঝিঁপোকারা নিজেদের নিয়মে ডেকে যাচ্ছে। বড়ঘর আর রান্নাচালার পিছনে বেশ কয়েকটি আম, জাম আর তেঁতুল গাছ গা জড়াজড়ি করে…