শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
কবিতা

নীল ব্যথা

আতাহার খান

নীল ব্যথা

বিশ্বাসের গভীর দেয়াল জুড়ে ফাটল ধরেছে,

নীরবে সেখান থেকে

ফোঁটায় ফোঁটায় ঝরছে হতাশা আর দীর্ঘশ্বাস!

আমার জামার বুক পকেটে নীরবে কেন খেলা করে

হাতিরঝিলের খোলা দিগন্তের জলীয় বাতাস,

কেন দুই চোখে জলস্রোতে ভেসে ভেসে

আস্ত এক অসহায় দিন হঠাৎ লুকোয়!

এর পর রাত অচেনা অস্থির আচরণে

ভুগে খুব ভোরে

জন্ম দেয় মৃত এক ভবিষ্যৎ,

লক্ষ্যহীন জ্বরে বারবার কেন আমরা আক্রান্ত হই?

 

কৃত্রিম কথায় চলে সহজে মানুষ বেচা-কেনা খেলা;

প্রতিকার নেই, শুধু

আশ্বাসের গ্যাস বেলুন এখন বয়ে আনে

শত শত প্রতিশ্রুতি আর অঙ্গীকার, 

মোহগ্রস্ত হয়ে পড়ি, স্বপ্নে ভাসি,

ভুলে যাই অভুক্ত ক্ষুধার কথা!

 

শেষমেশ কষ্টের গুদামে জমা হয় এক রাশ শুধু নীল ব্যথা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর