শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
কবিতা

হৃদয়প্রসারী

গোলাম কিবরিয়া পিনু

এত কিছুর পরও

শেষমেশ ভালোবাসাই উপচে পড়ে,

                তোর জন্য- বরফ থাকে না!

 

সারা জীবন লেপ্টে থাকলি

মূলের সাথে,

                কুঁড়ি ও কোরকে-

শাখা থেকে হলি হৃদয়প্রসারী!

 

মায়াহরিণ হয়ে থাকলি,

শিকার ও শিকারির খেলা থেকে

নিজেকে বাঁচিয়ে নিয়ে

                আমাকেও বাঁচালি!

 

হিসাবের তুলাদন্ডে

খন্ড খন্ড করে দন্ড দিয়ে

                আমাকে চালান করিসনি!

তাই তো আমি ময়লা পানির

                বুড়িগঙ্গা পার হয়েছি!

 

সেঁটে থাকলি বেঁধে থাকলি

সে-কারণে শেষমেশ,

                মেষও হলাম কখনো কখনো!

মেষও নাকি হতে হয়

না হলে পশমমাখা ওম থাকে না!

 

ফ্রয়েডও নাকি ফ্রাইপেনে সব কিছু

                ফ্রাই করতে নিষেধ করেছেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর