শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বুনো পথে বনকথা

কাজী মাহমুদুর রহমান

বুনো ফল বনেতেই ঝরে পড়ে যায়,

পাখি আর পিঁপড়েরা খুঁটে খুঁটে খায়।

তবু কিছু বীজদানা পথে পড়ে রয়

একদিন জেগে উঠে নতুন পাতায়;

জল পড়ে, পাতা নড়ে গাছের ছায়ায়

এইসব বনকথা পাখি, পিঁপড়েরা জানে,

স্বাদ, গন্ধ খুঁটে খুঁটে খায়,

শুধু জানা নেই মানুষের, তারা বনবিড়ালের মতো লোভাতুর চোখে

চলে যায় লোকালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর