শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা
কবিতা

বৃষ্টির আগুন

সোহরাব পাশা

বৃষ্টির আগুন

মানুষ বিহ্বল তার প্রণয়ের কাছে,

কেবলই দূরত্ব বাড়ে প্রিয় পথের

ভালোবাসার বকুল-চাঁপার ঘ্রাণে অঙ্গীকার

অবিশ্বাসের

ফুরোয় না মেঘলা সময়;

 

অপূর্ণতার বিষাদ

দীর্ঘ হাঁটে

ভ্রমণের নিষ্ফল কালের ছেঁড়া গল্প

অন্ধকারে পোড়ে স্বপ্নদিন,

 

সন্ধ্যের বাতাসে ভেসে আসে পুরনো দিনের নিচে

আলোপড়া ঘ্রাণের ছায়ার-

শব্দ

না-ফেরা বিশ্বাসে গন্ধভরা প্রিয় চোখ

বৃষ্টিমুখর শ্রাবণে প্রসন্ন নিবিড় নিঃশ্বাসের

স্নিগ্ধ কোলাহল;

 

মৃত্যু নিহিত বেদনার নিচে

অনন্ত জীবন তৃষ্ণা

বিনয়ী ভালোবাসার

প্রিয় মুখ,

 

বৃষ্টির নীল আগুনে চোখ

ভিজে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর