শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কবিতা

অরণ্যপুষ্প

গোলাম কিবরিয়া পিনু

অরণ্যপুষ্প

ও সঙ্গী, তোমার সঙ্গ নিয়ে

আটপৌরে জীবনও রঙিন হয়ে উঠল,

 কত রঙ সাতসকালে জেগে ওঠে!

 

তোমার কারণে-

অগোছালো থেকে গোছালো হয়ে উঠলাম,

 নিয়মিত গোসল করা শিখলাম

 সাবানও মাখি গায়ে,

নখ বড় হতে দিচ্ছিনে-

 নখে ময়লাও জমছে না আর!

পরিপাটি বিছানায় শুতে শিখলাম।

কথার মধ্যেও মাধুর্য এলো,

মধুমাস এলো বলে- টইটুম্বরও হলাম!

 

দু’জন দু’কিনার হওয়ার পরও-

একই সরোবরের জল ছুঁয়ে

 ঊর্মিমুখর হই!

বাঁশি বাজানোর স্পর্ধা আরও বেড়ে যায়

দুর্ভিক্ষের মধ্যেও অবিচল থেকে-

 রবিশস্য গোলায় তুলেছি!

 

পঞ্চবটী বনে- অরণ্যপুষ্প ছুঁয়ে ছুঁয়ে

 অনুভব করি-

তোমার লাবণ্য ও ঔজ্জ্বল্য,

তাতে আমিও কমনীয় হয়ে উঠি বলেই-

গহীন বনে পা রেখেও

 বাঘের গর্জনে পথ হারাই না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর