শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কবিতা

উনিশ বছর

মাকিদ হায়দার

উনিশ বছর

[কবি শ্যাম সুন্দর শিকদার

প্রিয়জনেষু]

 

আসবেন যে কোন সময়

দুয়ার থাকবে খোলা, উঠোন থাকবে পাশে

যদিও পরের বাড়িতে ভাড়াটে আমি

উনিশ বছর

কেউ আসেনি আমার খোঁজে

সেই থেকে থাকি একা।

 

বাড়িওয়ালার মেয়ে দাঁতের চিকিৎসক

কোন দিন হয়নি আমার দন্তের যন্ত্রণা

যদি হয় কোন দিন

যাবো তার কাছে

 

সেদিন বাড়ির উঠোন ঝাড়ু দিতে দিতে হঠাৎ দেখি

অচেনা মানুষ, বললেন

উঠোনে বিছানা পেতে দেবো

ঘুমিয়ে পড়ুন।

সেই থেকে জানালা দরজা খুলে রাখি দিবস রজনী

অপেক্ষায় অপেক্ষায় গেলো উনিশ বছর

ইচ্ছা অনিচ্ছায়

দন্ত ব্যথা নিয়ে

যাবো একদিন

দন্ত চিকিৎসকের চিকিৎসালয়ে

যদি তিনি

অপেক্ষায় থাকতে বলেন থাকবো উনিশ বছর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর