শিরোনাম
শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
কবিতা

অগ্নির কাছে প্রার্থনা

অসীম সাহা

অগ্নির কাছে প্রার্থনা

আজ রাতে তুমি আমাকে প্রজ্বলিত করো।

আমি ভীরুতাকে জয় করে তোমার কাছেই আজ আত্মসমর্পণ করলাম।

এই আমার উপশম, এই আমার অন্তিম উদ্ধার।

 

আমি প্রবীণ সন্ন্যাসীর মতো

বহুদিন লৌহকঠিন বেষ্টনীর অন্তরালে ডুবে থেকে

নিজের কামনার অগ্নিতে দগ্ধ হয়েছি;

দেবতার অভিশাপে স্বর্গভ্রষ্ট মানবের প্রতিকৃতিতেও

মানুষেরা দেবতাজ্ঞানে মাল্যদান করেছে আমার পদতলে।

আমি ভীরুতাকে মেনে নিয়েছি উপাসনা বলে-

আমার এই জনমনিষ্যিহীন অন্তর্গত গভীর আশ্রমে

আমি ছাড়া আর কেউ আমার সঙ্গী নয়

শুধু ঝরাপাতা, পুষ্পপল্লব আর রাত্রির অন্ধকারে

গভীর অরণ্য-প্রদেশের প্রাণিকুল ছাড়া

আমি আর কারো শ্রুতির সঙ্গেও পরিচিত নই।

 

আজ এই মধ্যরাতে আমার আশ্রমের অদূরে

আকস্মিক যে অগ্নিকে আমি প্রত্যক্ষ করেছি

তার সঙ্গে একমাত্র তুলনা করা চলে

ঝড়ের রাতের উত্তুঙ্গ বজ্রশিখার।

কিন্তু তারপরও সে-তো তুমি নও।

 

তোমার দহনে আমি দগ্ধ হই, কিন্তু তুমি আমাকে পুড়িয়ে মারো না

তোমার উত্তাপে আমি উষ্ণ হই, কিন্তু তুমি আমাকে ভস্ম করে ফেলো না।

তাই তোমার অগ্নিতে প্রজ্বলিত হবার জন্যেই

আজ রাতে এই আমার আত্মসমর্পণ!

 

তুমি আমাকে আলিঙ্গন করো

হে আমার চিরকালের অগ্নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর