শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
কবিতা

দুটি হাইকু

শেখ আতাউর রহমান

ক্ষুধা

পেটের ক্ষুধার পরেও আরো এক ক্ষুধা আছে

আমাদের হৃদয়ের খুব কাছে

এ-ক্ষুধা কোনোকালেই মরেনা-সভ্যতা সৃষ্টি করে চলে

হে মানব চিরকাল ক্ষুধার্ত থাকো-কানে কানে সে এইকথা বলে!

 

 

এম.এ. পাশ চাওয়ালা!

জেটপ্লেনের সাথে গরুরগাড়ির গতির কোনো তুলনাই হয় না

বলবেন লোকটা মাথাটা একেবারে খায়া!!

তবে এটাও সত্য গরুরগাড়িও চলছে

তাই এসে গেছে এমএ পাস চাওয়ালা

’অটো চালাচ্ছেন জাহানারাখালা

এবারেও দেবেন গালি-নাকি তালি, বেশ, বেশ,

বেড়ে বলেছোতো ভায়া!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর