শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
কবিতা

কানু বিনা গীত নাই

হাসান হাফিজ

কানু বিনা গীত নাই

আউলাইয়া যায় গো মন নিত্যি উচাটন

হিয়ারে সামলায়া রাখতে বর্ধিত পীড়ন!

রান্দনে বাড়নে মন বসাইতে না পারি,

কৃষ্ণ কেন ফাঁকি দিয়া গেছে অন্য বাড়ি!

 

আহারে পিরিতি সোনা, হইয়াছ নিঠুর

ভুইলা গেছি রীতি প্রথা সামাজিক সুর,

নিন্দা কাঁটা জীবনে তো পাইলাম প্রচুর

বন্ধুরে পাওয়ার পথ কেন যে বন্ধুর!

 

এ জনমে আর কি গো পাইব তাহারে?

নিঃশ্বাস হইয়াছে ক্লান্ত দীর্ঘতার ভারে,

এই প্রশ্ন খোঁচাখুঁচি করছে বারে বারে

মনে লয় ডুবি দোঁহে গাঙের মাঝারে!!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর