শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
কবিতা

প্রিয় গল্প

সোহরাব পাশা

বিনিদ্র বাতাসে বাজে শেষ ট্রেনের বাঁশি

জানালা খোলে না কেউ,

 

কোথাও অবশিষ্ট থাকে স্বপ্ন ভঙ্গের ছায়া

খুঁজে ফেরে রাত্রির রোদ্দুর

ময়লা দিন তার ছায়াসঙ্গী

ফুরায় না অমীমাংসিত প্রিয়গল্প

অসমাপ্ত ছেঁড়া পথ;

 

স্বপ্নভাঙা নৈঃশব্দ্যের তীব্র কোলাহল

প্রিয় পা’ ভুলে অন্য বাড়ি যায়,

 

দরোজায় নির্বোধ সকাল

মুদ্রা খোঁজে যাপনের

মৃদু কুয়াশার গান ওড়ে-শরতের

ধূলিপথে কুহকের মসৃণ মার্বেল

আর্তনাদ-গুঞ্জন বাড়ে কফিহাউসে;

 

মন পোড়ে, কে যেন একা ডেকেছিল

চোখের আলোয়

সে আলো জ্বলে-অন্য কোথাও

অন্য কোনো নিবিড় চোখের ভিড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর