শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
কবিতা

বিনিময়ের বেসাতি

শায়লা কবির

বিনিময়ের বেসাতি

গাছেরা অক্সিজেন বিলায় বলে

কোনোদিন কি ফি নিয়েছে?

 

কোনোদিন কি গাছের ছায়া গায়ে

মাখতে দিতে গাছেরা

টিকেট চেয়েছে?

 

কোনোদিন কি ট্যাক্স নিয়েছে

কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে

বাতাসকে বিষমুক্ত করছে বলে?

 

কোনোদিন কি জরিমানা করেছে

গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে

ঘর সাজিয়েছো বলে?

 

গাছের ফল ছিঁড়ে খেয়েছো বলে কখনও কি

হরতাল, ধর্মঘট আর অবরোধ ডেকে প্রতিবাদ করেছে?

 

সূর্য কি আলো দেয় বলে

দিনের আলোয় চোখ মেলতেই

বিনিময়ে টাকা চেয়েছে?

 

চাঁদ কি জোসনা রাতে

স্নিগ্ধ আলো বিলাবার জন্য

কখনও টিকেট কাটিয়েছে?

 

চাঁদ কি রাতের আঁধার ঘুচিয়ে দিতে

বিনিময়ে ঘুষের টাকার

পাহাড় বানিয়েছে?

 

তবে কেন মানুষগুলো

লেনদেন আর ভালোবাসাকে

গুলিয়ে ফেলে?

 

ভালোবাসাকে বিনিময়ের

বেসাতি বানায়?

 

ভালোবাসলে ভালোবাসায়

এমনিতেই তো বিলিয়ে দিতে

সব মন চায়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর