শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কাজী মাহমুদুর রহমানের দুটি অনুকবিতা

কাজী মাহমুদুর রহমানের দুটি অনুকবিতা

(১)

বয়স কিংবা ভাগ্যদোষে আমি এখন জরা ও ক্ষরায়

কখনো দুঃখে দুঃখে পুড়ে হই ছাই

তবুও কিছু শান্তি, কিছু অলৌকিক আনন্দের প্রত্যাশায়

ব্যাবিলনের শূন্য উদ্যানে আমি একা পথ হেঁটে চলি,

অন্তরালে বাজে নীলাভ সূর্যের আলোয় ভোরের সানাই।

 

(২)

হাট করে দরোজাটা খুলে দাও, দ্যাখো,

আকাশ আর পৃথিবীর বিস্তৃত শূন্যতায়

বসে আছে এক নিঃসঙ্গ বালক, যাহার ধূসর চুল,

মুখে জরার আঁকিবুঁকি রেখা, ঘোলা চোখ দুটোয় বিপন্ন বিস্ময়।

 

তার হাতে ধূসর পাণ্ডুলিপি,

পাতার পর পাতা ওল্টায়,

কী আশ্চর্য!

সে এখনো অ, আ পড়তে শেখে নাই!!

সর্বশেষ খবর