শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
কবিতা

এই অবেলায়

সারওয়ার-উল-ইসলাম

ছিলাম তোমার কাছেই, কতদিন কে জানে!

অবহেলায় পড়ে ছিলাম তোমার অর্থনীতি

বইয়ের জটিল তত্ত্বের ভেতরে।

 

বাংলার ছাত্র আমি,

জীবনানন্দ ভালোবেসে তোমার ওড়নায়

রৌদ্রের ঘ্রাণ মেখে দিতে চেয়েও ফিরে এসেছিলাম।

 

এতকাল পরে, কোনো মানে হয়?

এই অবেলায় মনে করিয়ে দিলে

বৃষ্টির দিনে তোমার হাতে

বেলি ফুল গুঁজে দিয়েছিলাম।

 

অর্থনীতি বুঝি না,

তুমি বোঝো ১+১=২

আমি বুঝি ১+১=১।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর