শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
কবিতা

দূরে নয় নিকটেই

হাসান হাফিজ

দূরত্ব চেয়েছো কিন্তু

পরিবর্তে নৈকট্যই নিবিড় হয়েছে

আকাশে বিজুলিমেঘ

যখন বর্ষণ হয়, নেমে আসে ঊষর মাটিতে

তুমি হও সেই তৃষা, নিবৃত্তিও তুমি

নারী তো পাথর নয়

গলে গলে নদী হতে জানে

না চাইলেও হতে হয়,

এটাই তো নদীধর্ম, অমোঘ নিয়তি

নাই কোনো অবসাদ অথবা বিরতি

উড়িয়ে পুড়িয়ে দিয়ে সমস্ত সংশয়

আকাক্সক্ষার বীজ কুঁড়ি পুষ্প সমুদয়

সমুদ্রে সে লীন হবে, গন্তব্য একক

দূরত্ব যে চুপিসারে নৈকট্য হয়েছে

এই গূঢ় পরিণতি সে কিন্তু জানে না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর