শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কবিতা

মুমূর্ষু বাড়িটি

আসিফ নূর

মুমূর্ষু বাড়িটি

মুমূর্ষু বাড়িটাকে ঘিরে থাকে কালো দীর্ঘশ্বাস,

সূর্যোদয়ের আহ্বানে কখনো জাগে না এই বাড়ি;

তার মধ্যে সারা দিন ম্লান সন্ধ্যার গাঢ় নীরবতা।

 

এ-বাড়ির লোকজন সব সময় চুপচাপ থাকে,

অন্তরের অন্দর খুলে কখনো বাজে না কথার কলতানে;

বাহির থেকে দেখলে মনে হবে- এ-বাড়ি জনশূন্য।

 

অন্য ঘরের মানুষেরা এ-ঘরে আসে না তেমন,

অথচ এখানেই একদিন গানের জলসা হতো;

ধুলোজমা তানপুরাটা সেই সাক্ষ্যই দিচ্ছে এখনো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর