শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কবিতা

শরীরবাদীর কথন

নাসরীন জাহান

এক.

ক্রমশ আলো খুঁজছ দিকভ্রান্ত হয়ে?

প্রথমে আঁধার নিয়ে এসো, ক্রমান্বয়ে।

 

দুই.

শীতে ক্রমশ পাথর হচ্ছ জমে,

বরফের সাথে শরীর ছাড়া কী জমে?

 

তিন.

চারপাশের ভয়াবহ গাছশূন্যতা।

এসো নারী,

অনেকগুলো সানাই আনাই,

আর তোমাকে চিরে

অপরূপ শয্যা বানাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর