শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নতুন বই

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নতুন দুই বই

সাহিত্য ডেস্ক

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নতুন দুই বই

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন ‘অনন্যা’ থেকে প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুটি বই ‘চোর এসে গল্প করেছিল’ ও ‘অন্ধকার নামতে পারেনি’।

বিভিন্ন ধরনের একাধিক গল্প নিয়ে সাজানো হয়েছে ‘চোর এসে গল্প করেছিল’ বইটি। ‘চোর এসে গল্প করেছিল’ হাসি আনন্দে ভরা গল্প। আবার ‘ভূতপাখি’ নামেই বোঝা যায় গল্পটি ভৌতিক। কুমিরের হাত থেকে কেমন করে বাঁচলো আয়নাল? সত্যিই কি ‘পাতালপুরী’র রাজকন্যা হয়ে গেল শিউলি? বানরটি কি আসলেই বানর, নাকি ভূত? তিনজন মানুষ একরকম হয় কেমন করে? অথবা পাখিরা কেমন করে বাঁচায় রতনকে? এমন সব গল্পে ঠাসা ইমদাদুল হক মিলনের বই ‘চোর এসে গল্প করেছিল’।

অন্য বইটিতে উঠে এসেছে সাম্প্রতিককালের সমাজব্যবস্থার নানা দৃশ্যপট। ‘সন্ধানপুর’, ‘অন্ধকার নামতে পারেনি’, ‘ভুলে যাওয়া নাম’, ‘পদ্মপাতা’ এবং ‘বর্ষামুখর রাতে’ গল্পগুলো যেন এ সময়কার এক প্রখর আয়না। এই আয়নায় ধরা পড়েছে সমাজব্যবস্থার বহু খুঁটিনাটি। এমন সব গল্পগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে সমাজের বিভিন্ন দিক। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘অন্ধকার নামাতে পারেনি’ বইটি অবশ্যই পাঠকদের ভাবিত করবে।

সর্বশেষ খবর