শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কবিতা

চেয়েছিলাম

মহাদেব সাহা

চেয়েছিলাম

আমি চেয়েছিলাম প্রস্ফুটিত গোলাপের মতো

                সমুজ্জ্বল পৃথিবীর মুখ

অনন্ত নক্ষত্রশোভা, অনন্ত পূর্ণিমা;

চেয়েছিলাম শিশুর হাসির মতো

                পবিত্র সুন্দর পৃথিবী

মাটির মমতা ভরা সবুজ অঞ্চল,

মাতৃস্নেহের মতো তৃণক্ষেত্র,

                প্রসন্ন প্রকৃতি;

চেয়েছিলাম পৃথিবীর প্রতি ঘরে

                অনাবিল শান্তি সুখ,

স্নেহ প্রেমের প্রস্রবনীধারা,

চেয়েছিলাম বর্ষার নদীর মতো

                পৃথিবী কল্ললিত হবে

কলহাস্যে ভরে যাবে সব ঘর;

বৃক্ষগুলি হবে কল্পবৃক্ষ পারিজাত,

অপরূপ হবে এই

                মাটির পৃথিবী;

সেই স্বপ্ন বুকে নিয়ে এখনো

                তাকিয়ে আছি

                অনন্তের দিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর