শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আল-মারি’র আরও কয়েকটি কবিতা

অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু

অসামান্য উপহার

 

কোনো নগরীতে বাস করা থেকে কে আমাকে উদ্ধার করবে?

যেখানে আমাকে যে প্রশংসা করা হয়, আমি তার যোগ্য নই,

যেখানে আমি ধনী, ধার্মিক, জ্ঞানী- এবং এসব নামে খ্যাত।

কিন্তু আমার ও এসবের মাঝে অনেক বাধা দাঁড়িয়ে আছে।

আমি আমার অজ্ঞতা স্বীকার করলে আমাকে জ্ঞানী ভাবা হয়।

 

পবিত্র রীতির প্রতারণা

 

ওহে মূর্খেরা, জাগো! পবিত্র রীতি বলে তোমরা যা মানো,

তা প্রাচীন লোকদের তৈরি প্রতারণার কৌশল মাত্র,

যারা ধনসম্পদের পিছে ঘুরে পূর্ণ করেছে তাদের লালসা,

তারা অপকর্ম করে মরেছে, ধূলিতে মিশেছে তাদের আইন।

 

এখন তোমার সময়

 

নগরীর প্রধান ইমাম তার বন্ধুকে দাফন করতে গেছেন,

তোমরা কি দেখছ না, তিনি কবর থেকে শিক্ষা নেননি!

এখন যে সময়, তা তোমার, অতীত স্বপ্নের একটি গুঞ্জন,

বাদবাকি যা রয়ে গেছে, তা তোমার জন্য মধুর কিছু নয়।”

 

নির্দেশনা ও বিভ্রান্তি

 

আমি তো জন্ম বেছে নেইনি, আমি বার্ধক্য অথবা বাঁচতেও চাইনি,

যে অতীত আমাকে ঈর্ষা করেছিল, বর্তমান কি আমাকে তা দেবে?

আমাকে এখানেই থাকতে হবে ভাগ্যের দুই হাতের প্রহরায়,

আমার বিদায় নির্ধারিত না হওয়া পর্যন্ত আমি চলে যেতে পারব না।

আমাকে অন্ধকার মায়া থেকে বের করতে যারা পথ দেখাচ্ছ,

তোমরা মিথ্যা বলছ, তোমাদের কাহিনি বিভ্রান্তি ছাড়া কিছু নয়।

তোমরা যে কুখ্যাতির সৃষ্টি তা কি তোমরা বদলাতে পার?

অথবা তোমরা বদলালেও তা কি একই থাকবে না?

 

পায়ের নিচে ঔদ্ধত্য

 

কি দুঃখজনক ব্যাপার! স্বেচ্ছায় ঘুরে বেড়ানোর পর

অতিক্রান্ত দিনগুলো একজন লোককে ডেকে বলে,

“পৃথিবী ত্যাগ কর, এবং এখন প্রবেশ কর কবরে!”

কতবার আমাদের পা মাড়িয়েছে নিচের ধূলিকণা,

কোনো অহংকারীর কপাল এবং সুদর্শনের খুলি!

 

জীবনের ছোট সুতা

 

আমি যখন আমার আকাক্সক্ষার মুক্তা সুতায় গাঁথতে যাই,

হায়, জীবনের অতি সংক্ষিপ্ত সুতায় কোনো স্থান হয় না।

ছোট সুতা মানুষের আশার বিশালতা ধারণে অক্ষম।

তার জীবন সংক্ষিপ্ত ধ্বংস ছাড়া আর কিছু নয়। 

 

সৃষ্টি কান্ডজ্ঞানহীনতার প্রকাশ

 

তোমরা বলো, ‘এক জ্ঞানী আমাদের সৃষ্টি করেছেন,

কথাটা সত্য হতে পারে, আমরা একমত হব।

‘কাল ও স্থানের বাইরে’ বলে অনুমান করছ,

তাহলে তোমরা কেন একবারও এ কথা বলো না

তোমরা তুলে ধরছ, অপার এক অপার রহস্য,

কোনটি আমাদের কান্ডজ্ঞানহীনতার কথা বলে?

 

পবিত্র রীতির প্রতারণা

 

হে মূর্খেরা, জাগো! পবিত্র রীতি বলে তোমরা যা মানো,

তা প্রাচীন লোকদের তৈরি প্রতারণার কৌশল মাত্র,

যারা ধনসম্পদের পিছে ঘুরে পূরণ করেছে তাদের লালসা,

তারা অপকর্ম করে মরেছে, ধূলিতে মিশেছে তাদের আইন।

সর্বশেষ খবর