শিরোনাম
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কবিতা

প্রত্যাবর্তনের মুহূর্ত

শহীদুল্লাহ ফরায়জী

তোমাকে যখনই দেখি

তখনই প্রত্যাবর্তনের মুহূর্ত-

মৃত্যুকে অতিক্রম ক’রে

জীবন ছিনিয়ে নিই বহুবার,

নিমিষেই অলৌকিক হয়ে উঠি

আমি যেন স্বপ্নের রাজকুমার।

 

তুমি ত্রি-সীমানায় এলেই

মর্ম বেদনার গভীর সত্তা

আনন্দে পরিপূর্ণ হয়ে যায়

আত্মার মধুরতায়,

গণনাহীন নক্ষত্র প’ড়ে থাকে মাটিতেই

তুমি ত্রি-সীমানায় এলেই।

 

তোমাকে দেখলেই

অদৃশ্য রহস্যের

প্রত্যক্ষদর্শী হয়ে উঠি।

অনন্তকাল নীরবতার ভিতর

মক্কা-মদিনা-জেরুজালেম

পরিদর্শন করি নিরন্তর,

অসীম আকাশের উচ্চতর

ঐশ্বরিক এলাকায় ঘুরে বেড়াই

সুর মাধুর্যের গোপনীয়তায়।

 

তুমি কাছে থাকলেই

গভীর নৈঃশব্দে

অমরত্ব করি অনুসরণ।

আমি অন্তরাত্মায়

পরিশুদ্ধ মানুষ হয়ে উঠার মন্ত্র

ক্রমাগত করি উচ্চারণ,

তোমাকে, কেবল তোমাকেই

আমার প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর