শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কবিতারা বাড়ি ফেরে

দুখু বাঙাল

সব পাতা ঝরে গিয়ে পাখি হয়, একদিন পাখি হয়ে যায় 

বৈরাগ্য ছড়িয়ে এরা মাটিতেই সারাক্ষণ করে আর্তনাদ

তোমার বক্ষেই যদি দিলে ঠাঁই- জীবনের দুরন্ত আস্বাদ

নিজেকে হারায়ে তবে খুঁজে ফিরি নিশিদিন তোমার ছায়ায়।

 

দু-চারটে পাতা থাকে রাজহংসের মতো বড় অহংকারী

কৈলাস ছাড়িয়ে এরা উড়ে যায় উত্তরে কেবলই সুদূরে

ঝরে যায় রৌদ্ররং এইসব পাখিদের পালকে ও ঘাড়ে

পশ্চাতে বিরান ভূমি শূন্যতায় ছেয়ে যায় দীর্ঘ আহাজারি।

 

আলোঝরা সরোবরে ছায়া দেখে আপনার নিজেই অবাক

কবিতারা বাড়ি ফেরে একদিন হাসিমুখে কবির খাতায়

কেউ যায় ঘাস হয়ে মৃত্তিকায়, কেউ যায় দূরের তারায়

সে-ই পারে পাখি হয়ে উড়ে যেতে মহাকাল দেয় যারে ডাক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর