শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কবিতা

হায় স্বাধীন স্বদেশ

আহাদুজ্জামান মোহাম্মদ আলী

হায় স্বাধীন স্বদেশ

অযুত শহিদেরা স্মৃতির সমাধি থেকে

উঠে আসে ছাব্বিশে মার্চ কিংবা ষোলই ডিসেম্বর;

এই দুটো দিনে আমরা বিলাপ বাক্যে পূর্ণ হই,

আর বাকি সারাটা বছর আমরা তাদের প্রায় ভুলেই থাকি,

শুধু গবেষকরা পিএইচ.ডি থিসিস কিংবা কোনো প্রজেক্টের অংশ

হিসেবে তাদের ব্যাপারে ব্যস্ত থাকে পেশাদার বিলাপির মতো;

এক কলামিস্টের ক্ষুব্ধ লেখায় পড়লাম এ প্রজন্ম

স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন

সম্পর্কে অনেক কিছু জানে না বললেই চলে;

এ নিয়ে তাদের কোনো সংকোচ নেই,

অমøান বদনে তারা ভুল উত্তর দিতে থাকে;

আমরা বয়স্করা অবুঝ শিশুর মতো আচরণ করেছি,

এ প্রজন্ম যদি অনেক কিছু না জেনে থাকে

তার জন্য বয়স্ক প্রজন্ম কম দায়ী নয়;

এত মানুষের রক্ত বয়ে গেল,

তবু আজো এ দেশের হত্যাযজ্ঞ

গণহত্যার স্বীকৃতি পেল না;

হায় স্বাধীন স্বদেশ, কালরাত্রির নীচে তুমি

ছায়াবৃতা থেকে গেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর