শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কবিতা

হে জীবন

মহাদেব সাহা

হে জীবন

হে জীবন, তুমি পরিপূর্ণ হও, দুঃখকে করো সুখ,

                                অরণ্যকে করো অট্টালিকা;

তুমি কণ্টকবনকে করো আনন্দউদ্যান, তুমি পরিপূর্ণ হও,

শূন্যকে পূর্ণ করো, দাহকে করো ঝরনাধারা,

খালি হাত করো তুমি ঐশ্বর্যভান্ডার, অন্ধকারকে

                                        করো আলো;

 

পাপকে পুণ্য করো, হে তুমি জীবন, বিষকে মধু,

হও অমৃতের সরোবর, মরুকে

                          করো পুষ্পবন;

জীবন, হে ব্যথিত জীবন, নিষ্ফলা জমিকে তুমি করো

                             শস্যময়, চিরসবুজ,

নিজেই নিজের মধ্যে প্রস্ফুটিত হও।

 

তোমার কল্যাণহস্ত কল্ললিত প্রসারিত হোক, মুছে দিক

                                সব গ্লানি, সব দুঃখ;

তুমি হও পরম সহায়, স্বজন সুহৃদ,

একাই হও তুমি শত সহস্র, হও

                              শতদল,

শত দুঃখেও তুমি হও সুখ, খরতাপে

                              হও শান্তিবাড়ি,

প্রজ্বলিত অগ্নিতে হও জলধারা;

 

জীবন, হে দুঃখী জীবন, তুমি পরিপূর্ণ হও,

                           ভরে ওঠো

পল্লবিত হও, পুষ্পিত হও,

হতাশায় হও তুমি অনন্ত আশ্রয়।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর