শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা
কবিতা

নিঃসঙ্গ ভ্রমণ

সোহরাব পাশা

ভালোবাসার মহৎ অনুষঙ্গগুলি

ভেসে যায় কুহক আঁধারে

নৈঃশব্দ্যে ভ্রমণ করে

রবিশঙ্করের তীব্র ক্লাসিক সেতারে

নিদ্রাশূন্য নির্জন,

নিজেকে হারায় আগুনের ঝর্ণাধারায়

করুণ মায়ায় অন্ধ বুনো হাওয়ায়

দূর তেপান্তরে

উড়ে যায় দুঃসময়ের ঘূর্ণিজলে

খুব মন পোড়ে

ফুরোয় না অনন্তের এই ওড়াউড়ি

রাত্রির বর্ধিষ্ণু নিস্তব্ধতা

ওড়ে এলোমেলো বিষণ্ন মেঘের পাতা,

 

মৃত্যুর মীমাংসা ভুলে যাওয়া

প্রেম-ভালোবাসা

অনন্ত পথের বিভ্রমের দীর্ঘ নদী

কিংবা হারানো নদীর স্নিগ্ধ জ্যোৎস্না ভেজা

ঢেউ

মনে রাখে কেউ কেউ পোড়া দীর্ঘশ্বাসে;

 

ভিড় করে অচেনা রাত্রির গন্ধ

অগ্নিগ্রস্ত ঘুমন্ত চিতায়-কবরের ঘাসে

ওড়ে অশ্রু-গান নির্জন বাতাসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর